Sunday 19 July 2015

Lunch at our new Finnish friend's place

Today we had a nice experience of visiting and interacting with a Finnish family in Helsinki. Let me first tell you how we get to know each other. After Kunal joined the Aalto university in Finland, we came to know of a program called Aalto Staff Family Friend Program conducted by the university itself. Its like, if we want to meet some Finnish family, to know more about their culture and life, there is a provision that we could avail. Since we both were keen to know more about Finland and its people we filled in the form so that the HR coordinator of the program finds a perfect match with some finnish family, who too are eager to meet some foreigner coming from a different country. Finally few days back we got a mail from the university and they introduced us with Mrs Anne Petroff and her family.

After an exchange of few emails we came to know about each other,our interests and hobbies and today she invited us at her home for a lovely lunch. She is working as an HR in the university while her husband is a senior lecturer at Aalto itself. When we reached, it was really nice to find them waiting for us in the courtyard. The table was decorated with a beautiful table cloth and some flowers. They welcomed us with a drink and we had a little chat sitting in the lawn. They also planned for a barbecue outside but that has to be cancelled because of the rain and so we went inside to have our lunch. They were really kind and gentle and thus not even for a second we felt that we are meeting them for the first time. Since their kids are all grown up, they couldn't find any toys for Jojo to play with. But Mrs Petroff finally got some children story books from his son's book shelf.

Usually I am not fond of pets but Kunal and Jojo love animals. So when I saw their pet dog Hesu, I was little scared but frankly speaking the dog was quite timid and didn't bark at all. I thought Jojo will be little scared to touch him but surprisingly at first sight Jojo told him Hello and put his hand on his head. He was not scared at all rather started playing with it. Mrs Petroff has beautifully decorated her drawing room with some glass lamps, green plants and other show pieces. I was really moved by her choice and creativity. At the same time feeling terribly scared of Jojo who may at any time break any of the glass pieces which were very much accessible to him. But all my fear were in vain. I saw him sat properly in the sofa and playing with Hesu and he didn't touch a single thing. 


Jojo make lot of problems while eating, he needs a cartoon show to be on in the laptop every time  he eats and everyday I have a tough time while feeding him. In order to avoid all these I was sure to have Jojo his lunch from home so that I don't have to struggle with his food at our new friend's home. But surprisingly when we all sat for our food, he said that, he too would like to join us in the table and taste some Finnish food. Me and Kunal just looked at each other because we were expecting some nuisance that he will create at the table. But again he proved us wrong. He maintained all the table manners, ate properly with fork and spoon by himself and not only that he had carrots and cumbers in salad which he never eats at home. More than being happy I was astonished by the way he behaved and when Mrs Petroff and his husband praised Jojo for his good behaviour and well manners I was smiling and thinking that perhaps he behaves like this at home, then I would be the happiest person on earth.
We tasted some typical Finnish food like boiled potatoes, smoked salmon, creamy mushrooms, cheese salads that ended up with some strawberries, ice creams and hot coffee. I took some Indian food which too we shared and they just loved it.

We really enjoyed and had a great time with Mrs Petroff and her lovely family. We get to know more about Finnish culture, Finnish food and life style and it feels good too to talk about your own country and its people. Overall it was a nice experience of cultural exchange. I look forward to meet them soon at my house for lunch or dinner which we are planning sometime in the next month. 



Saturday 11 July 2015

কুকুরের ফেসবুক একাউন্ট

কুকুর বলে কি আর মানুষ নয়? মটেই না, বরং মানুষ বলে কুকুরকে গালাগালিটা না দেওয়াই ভাল।  কারণ কুকুর আর যাই হোক মানুষের মতন বিশ্বাসঘাতক প্রাণী নয়। কিন্তু আপনারা কি জানেন আজকাল কুকুরাও  ফেসবুক একাউন্ট খুলছে।  এমনকি তাদের  ভালো নাম দিয়েই খোলা হচ্ছে যেমন ধরুণ মৃণালিনী দেবী, গৌরিপ্রসাদ গাঙ্গুলী , দ্বিজেন্দ্রলাল মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। মানে ওই টমি জ্যাকি দের জমানা চলে গেছে বা নেহাতি সেগুলো ডাক নাম হয়েই রয়ে গেছে। পদবিটা তার মালিকেরই ধরে নেওয়া যাক। 

সম্প্রতি একজন সেলেব্রিটির ফেসবুক একাউন্টএ চোখ পরতেই ব্যপারটা নজরে  এলো। উনি নিজের পোষা কুকুরের নামে একখানি ফেসবুক একাউন্ট খুলেছেন। শুধু তাই নয় ইতি মধ্যে ওই অবলা প্রাণীটির তিনশোর উপর ফ্রেন্ডস। হে ভগবান তাও যদি বুঝতাম সবাই তারই সমগত্রীয়, কিন্তু তা তো নয় সবাই যে ওই সেলেব্রিটিরই ফ্যান মানে সেই হিংস্র মানুষগুলোই । আচ্ছা কুকুরটি কি জানে যে তার মালিক একজন সেলেব্রিটি ? 

কুকুর্ প্রেমী বন্ধুগণ, প্লিস কেউ ব্যপারটা পার্সনালই নেবেন না। আমার ব্যপারটা একটু অদ্ভুত লাগলো এবং মজারও বটে তাই আরকি দু চার কথা না বলে পারলাম না। যদি কারোর কোন পোষ্য থাকে তাহলে তো সে তার নিজের একাউন্ট এই তার ছবি বা কোনো ভাল লাগার মুহূর্তকে শেয়ার করতে পারে।  আলাদা করে আবার তার নামে একাউন্ট খোলার মানেটা ঠিক আমার  মোটামাথায় ঢুকলো না। 

Wednesday 8 July 2015

The most Romantic Walk I ever walked....

Yesterday while reading some news about Darjeeling, suddenly I remembered the trip that we planned after marriage. Back in 2008, Kunal and me decided to go to Darjeeling but because of certain political disturbances there, that time we had to cancel our dream tour and planned to visit some other places of the Dooars region of West Bengal. After spending two days at Jaldapara, we came to Murti located in the Jaipaiguri district and stayed in a cottage of West Bengal Tourism and Development Corporation Ltd. There we planned to stay for three more days but within two days we visited almost all the places we could and so one more extra day to do nothing. 

But we didnt want to waste that extra day by sitting in the hotel and so after having our breakfast we took a van and went to Chalsa, a small town in Jalpaiguri district.  From there we took a bus and reached Samsing, a small hill village and a famous tourist spot.  It is needless to say about the scenic beauty of the Dooars region. Since its very near to Darjeeling district and because of the indefinite bandh going on that time at Darjeeling the place seemed to be very quiet. We hardly saw any tourist except a few local people. We didnt know where to go and which way to go.  We had neither GPS nor a google map with us, so we kept on walking towards the hill. After a while we asked someone and came to know that after walking a couple of kilometers we would reach Rocky Island, another tourist attraction but since that would fall under Darjeeling district, it would not be safe to go there  because of the Bandh.

But the mesmerizing beauty, the fresh air, the beautiful landscape and the quietness all around tempted us and thus we couldn't resist to walk towards Rocky Island. Not even for a moment we were scared, rather quite excited to walk all the way towards our destination. We bought some candies from a shop and started walking. Except us there were not a single human being on road. Both of us were totally engrossed in the endless beauty of glistening green and the blue sky. Suddenly we saw a dog was following us. At first I was little scared but it never barked. We gave him some biscuits and he kept walking with us. We passed by the little houses located here and there in the corners of the hills. At first I thought it would be quite hectic to walk but the endless beauty never made me tired. After walking quite a long, we heard the soothing sounds of flowing water and realized that we are very near to our destination. Finally when we reached the Rocky Island, we became speechless by the beauty of undisturbed nature and spend an hour  along the river side. Few shops were located  by the side of the river but not a single one was opened. Located on the banks of River Murti, I found it to be a heavenly destination.


I was not in a mood to leave that place soon but we had to because it was becoming dark. The sun was about to set and so we again started walking back. Strangely this time also the dog  followed us till we reached Samsing. On our way we were quite hungry and had some noodles in a small shop which was about to close. Since there were few minutes left to leave the bus, we roamed around the place and suddenly came across a place where the road has ended abruptly and we found a deep valley with steep sides alongside of which was standing a dilapidated tea garden villa. Through the glass windows we saw how beautifully decorated it was and for a moment I envied those lucky ones who lived there. Finally we came to know that the bus has been cancelled. It was almost dark by that time but fortunately we got a jeep that brought back us to the hotel.

First time in my life I enjoyed walking a long distance. This time my legs were not paining and not even for a moment I was tired. Rather it was quite refreshing. While walking, I wished this walk to be never ending. Perhaps I fell in love with  nature and its breath taking views. 

Monday 6 July 2015

ভূটান থেকে ফেরার পথে

প্রাণ হাতে নিয়ে বাড়ি ফেরার কথা আগে অনেক শুনেছিলাম  কিন্তু সত্যিই নিজের জীবনে  যে এরকম একটা অভিজ্ঞতা কোনদিন হবে স্বপ্নেও  ভাবিনি। ১৯৯৯ সালে গরমের ছুটিতে আমরা ভূটান বেড়াতে গিয়েছিলাম। আমার এক মামাত দাদা তখন কর্ম  সূত্রে ফুন্টসিলিংএ পোস্টেড্। ফুন্টসিলিং থেকে পারো থিম্পু  ঘুরে আবার ফুন্টসিলিংএ ফিরে এসেছিলাম। যেদিন ফিরলাম তার পরের দিন ছিল আমাদের ট্রেন, নিউ আলিপুর দুয়ার থেকে। কিন্তু সেই রাত থেকেই শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি।  

দাদার বাড়ির ঠিক পিছন দিয়েই বয়ে গেছিল তর্ষা  নদী।  যেদিন পৌঁছলাম সেদিন আমরা রীতিমত পায়ে হেঁটেই নদী এপার অপার করেছিলাম। কিন্তু সেই বৃষ্টির রাতে টের পেয়েছিলাম  শান্ত নদীও যে এমন ভয়ংকর রূপ ধারণ করতে পারে। রাতে শুয়ে আমাদের কারুরই ঘুম আসছিল না। নদীর উপর পাথর ভেঙ্গে পড়ার  সে কি সাংঘাতিক  আওয়াজ। পর দিন সকালে আমরা যখন রওনা দিলাম তখন বাড়ি থেকে বেড়িয়েই মনে হয়েছিল আদৌ কি আমরা স্টেশনএ পৌঁছতে পারব? ভূটান পার হয়েই ভারতের যে জায়গাটা তার নাম জয়গা।   দেখলাম ভূটান আর ভারতের মাঝখানের রাস্তাটা ভেঙ্গে গিয়ে নদীর জল বইছে।  আর সেই জলের স্রোতে যদি কেউ ভেসে যায় তাকে  আর খুঁজে পাওয়া যাবেনা। যে ভাবেই হোক রাস্তা পার হতে না পারলে স্টেশন পৌঁছন  যাবে না। দেখা গেল কিছু স্থানীয় লোক এক ধরণের ট্রলি গাড়ি করে লোকজনকে পারাপার করতে সাহায্য করছে। সাধারণত ওই গাড়িতে শাক সবজি ফল এসব বোঝাই করা হয়।  অবাক লাগলো দেখে যে এই মানুষগুলো তাদের নিজেদের জীবন বিপন্ন করে অন্যকে সাহায্যের হাত বাড়িযে দিয়েছে।  আমরাও অগত্যা ওই গাড়িতে চেপে ভাঙ্গা রাস্তা পার হলাম। জলের স্রোতে একবার গাড়িটা অন্য দিকে ঘুরে যাওয়ায় এক  মুহুর্তের জন্য মনে হয়েছিল এখানেই জীবন শেষ কিন্তু তখনও অনেক বাকি।  ভগবান আড়ালে হাসছিলেন নিশ্চই। ।গাড়ি ঠিক করাই ছিল। কোনো রকমে  রাস্তার এপারে এসে আমরা গাড়িতে করে নিউ আলিপুর  দুয়ার স্টেশনএ যদিও বা পৌঁছলাম, গিয়ে জানতে পারলাম আমাদের ট্রেন অর্থাৎ  কামরূপ এক্সপ্রেস বাতিল করা হয়েছে কারণ ট্রেন ছাড়ার আগেই ট্রেনএ বোমা পাওয়া গেছে। পরের কোনো ট্রেনএ বিনা  রিসার্ভেসান ছাড়া যাওয়া সম্ভব নয়, এদিকে  উত্তর বঙ্গে বন্যা শুরু হয়ে গেছে তাই কোনো হোটেলে না থেকে সেখান থেকে বেড়িয়ে পরাই মঙ্গল।  এই ভেবে ডিসিশন নেওয়া হলো যে বাসে করে কলকাতা যাওয়া হবে। তখন কে জানত বিপদ আমরা নিজেরাই ডেকে  আনছি।



ফোন করে জানা গেল খুব অল্প সময়ের মধ্যেই কলকাতা যাবার  একটা বাস ছাড়ছে , সেটা ছিল  উত্তর বঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পরেসনের বাস। আমরা তরিঘড়ি রিকশা করে মাল পত্র নিয়ে বাস গুমটিতে পৌঁছলাম।  দেখা গেল বাসে মাত্র বারো জন যাত্রী। আমরাই ছিলাম আট জন।  বাসে উঠে প্রথমেই দেখলাম কথা থেকে যেন জল পড়ছে।  ওরে বাবা, এ যে  বাসের ছাদ  ফুটো আর সেখান থেকেই পড়ছে  জল।  যাই হোক বাস ছাড়ার  কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম যে বাসটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ব্যপারটা জানার জন্য যখন বাসের হেল্পারকে জিগ্গেস করা হলো, সে বলল বাসের ব্রেকটা একটু গন্ডগোল করছে তাই আরকি টেস্ট করা হচ্ছে। হে ভগবান , এই অবস্থা সরকারী বাসের। নামারও উপায় নেই চারিদিকে বন্যার জল।  সেই সময় ভগবানের নাম করা ছাড়া আর কোনো উপায় ছিল না।  অতি বড় নাস্তিকও তখন ভগবানকে ডাকবে। উত্তর বঙ্গে বন্যার খবর আমরা কাগজে পরেছি বা টিভিতে দেখেছি  কিন্তু সেই বন্যা নিজের চোখে দেখে বুঝেছিলাম কতটা ভয়ানক।  এক একটা ব্রিজের উপর দিয়ে যখন বাস যাচ্ছে মনে হচ্ছিল এই বুঝি ভেঙ্গে পড়বে।  এমনি অবস্থা সেই সব ব্রিজের যে একটা গাড়ি এপার থেকে ওপারে গেলে তবেই  আরেকটা গাড়ি ব্রিজে উঠছে, মানে দুটো গাড়ি এক সাথে ব্রিজে উঠলেই ভেঙ্গে পড়ার  সম্ভবনা।  আর ভেঙ্গে পরলেই পড়তে হবে সোজা নদীর জলে। মোটামোটি আমি সারা রাস্তা চোখ বন্ধ করেই ছিলাম, কারণ চোখ খুললেই সেই ভয়ানক বন্যার ছবি ভেসে উঠছিল।

এর মধ্যে একবার বাসটা খারাপ হয়েছিল। কি জানি গাড়ির ইঞ্জিনে কি যেন সমস্যা হয়েছিল কিন্তু ড্রাইভার সেটা তাড়াতাড়ি ঠিক ঠাক করে  বেশ জোড়েই বাস চালাতে শুরু করলো। বিপদ অনেকটা কেটে গেছে। প্রায় সন্ধ্যে  আটটা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছলাম।  সেই কোন সকালে বেড়িয়েছিলাম , খাওয়া দাওয়া কিছুই হয়নি।  শিলিগুড়ি  পৌঁছে তড়কা রুটি খেয়ে মনে হচ্ছিল কতদিন পর আবার খেলাম। আমরা ছাড়া বাকি যাত্রীরা শিলিগুড়িতেই  নেমে গেল আর কিছু নতুন যাত্রী আবার বাসে উঠলো। বাস আবার চলতে শুরু করলো। রাতে সবে যখন চোখ লেগেছে আমাদের, ঠিক সেই সময় বাসটা  ভীষণ  জোড়ে ব্রেক  মেরে থেমে গেল।  ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন বাজে প্রায় রাত দুটো। বাসের চাকা ফেটে গেছে। । রাস্তা ঘুটঘুটে অন্ধকার। সবাই বলল এলাকাটা  ভালো নয় , কেউ যেন বাস থেকে না নামে।  কি কান্ড,  এদিকে আবার অন্ধকারে চাকা  বদলাবে কি করে?  অগত্যা বাবা টর্চ নিয়ে বাস থেকে নামল, ড্রাইভার চাকা বদলালো টর্চের আলোয়।  মনে মনে ভয় হলো কি জানি চাকাটা ঠিক ঠাক  লাগলো কিনা। হয়ত দেখব ঘুমের মধ্যেই সবাই শেষ। যাই হোক আবার বাস চলতে শুরু করলো, কিন্তু এবার বেচারা আর টানতে পারল না। ভোর  চারটে নাগাদ  মালদার কাছাকছি একটা জায়গায় এসে বাস একদম বন্ধ হয়ে গেল এবং ড্রাইভার  হাত তুলে নিয়ে বললো  বাস আর চলবে না,  গ্যারেজএ নিয়ে যেতে হবে। আমরা মাল পত্র নিয়ে একেবারে রাস্তায়।  সেটা ছিল একটা হাইওয়ে।  একটা খড়ের গাদার উপর বসে আছি সবাই।  তবে ড্রাইভার এর কি জানি দয়া হলো, বলল যে সে কোনো কলকাতাগামী বাস দেখলে দাঁড় করিয়ে আমাদের তুলে দেবে। অবশেষে কিছুক্ষণ  পর একটা বাসে আমরা উঠলাম যেটা একদম কলকাতার উল্টডাঙ্গায়  এসে পৌঁছবে।

আমাদের প্রায় চব্বিশ ঘন্টা জার্নি করা হয়ে গেছে, সবাই ভীষণ ক্লান্ত, শুধু অপেক্ষা কখন বাড়ি পৌঁছব।  এই বাসটা  ছিল একটা লোকাল বাস।  প্রচন্ড ভিড়, ক্রমাগত লোকজন উঠছে নামছে।  আমরা কজন বসার জায়গা পেয়েছিলাম বটে কিন্তু হঠাত দেখি আমার পাশে একজন লোক বসে আছে আর তার থলি থেকে দুটো মুরগি উঁকি মারছে।  এটা দেখেই  আমার অস্বস্তি আরো বেড়ে গেল। তার উপর  একটা  ট্রাফিক জ্যামএ বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ।  পাশে দাঁড়িয়েছিল পাকা আম বোঝাই ওরা একটা ট্রাক। মালদায় তখন চল্লিশ ডিগ্রী গরম। ওই গরমে আমের গন্ধে গা গুলিয়ে উঠেছিল । আমাদের কারুরই তখন আর কথা বলবারও  শক্তি  ছিলনা। কৃষ্ণনগর এসে পৌঁছলাম দুপুর দুটোয়।  অসম্ভব জোড়ে বাস চলছিল। মনে হচ্ছিল যেকোনো মুহুর্তে কোনো সামনের গাড়িতে বা একটা গাছে ধাক্কা লেগে সবাই প্রাণ হারাব। যাই হোক  প্রাণ হারাতে হয়নি। সে যাত্রায় আমরা সবাই বেঁচেই বাড়ি ফিরলাম।

এতটাই ঘোরে  ছিলাম যে বাড়ি ফিরে দরজায় ঢোকার সময় মনে  হলো বাড়ির পাশটা এত সাদা লাগছে, এই গরমে কলকাতায় এখন আকাশে কুয়াশা কথা থেকে এলো? আসলে সেটা কুয়াশা নয়, পাশের বাড়িটা ভেঙ্গে প্রমোটিং হবে, যাবার সময় দেখেছিলাম বাড়িটা ভাঙ্গছিল এসে দেখলাম পুরো ভাঙ্গা হয়ে গেছে আর  সেখানটা একদম খাঁ খাঁ করছে। আর মনে মনে ভেবেছিলাম, বর্ষায় কোনো দিন আর পাহাড়ে বেড়াতে যাব না। 

Friday 3 July 2015

মানুষের কৌতূহলি মন

যতই আমরা উন্নতি  করি আর মডার্ন হই, কিছু স্বভাব মানুষের আর পালটাল না।  সেই ছোট থেকে দেখছি খালি স্বার্থপরতা , অন্যের ব্যপারে নাক গলানো আর কৌতূহল।  আর মজার ব্যপার হলো অন্য কেউ বিপদে পড়েছে বা দুঃখে  আছে দেখলে যতই মুখে সহানুভূতি দেখাক মনে মনে একটা আনন্দ অনুভব করে আর ভাবে যাক বাবা আমি তো নিরাপদে আছি।  খালি আমি আমি করেই গেল।  নিজে ভালো থাকব ভালো খাব বড় ফ্ল্যাট  কিনব বড় গাড়ি কিনব ছেলে মেয়ে ভালো স্কুলএ পড়বে।  নিজের ভালো কে না চায়  কিন্তু শুধু  কি নিজের ভাল তা  নয়, অন্য সকলের চেয়ে ভালো হতে হবে , সবাইকে টেক্কা দিয়ে বেস্ট হতে হবে।    

ছোটবেলায় মনে আছে  পরীক্ষার পর রেসাল্ট বেরোনোর দিন আমার বাবা মা এর চেয়ে কৌতুহলী হত আম্তীয়স্বজন  ও পাড়া প্রতিবেশী । কি জ্বালা, আমার পরীক্ষা খারাপ হলো না ভালো হলো সেটা আমি বা আমার বাড়ির লোক বুঝবে অন্যের কিসের এত কৌতূহল  আমি কোনো দিনই  বুঝি নি।  এমনো  দেখেছি, ফোন করে খবর নিচ্ছে  কোন বিষয় কত নম্বর পেলাম।  এখন বুঝি আসলে মিলিয়ে দেখা নিজের ছেলে মেয়ের থেকে খারাপ হলো না ভালো হলো।  খারাপ হলে দারুণ  আনন্দ আর ভালো হলে বেশি কথা না বাড়িয়ে ফোন রেখে দেওয়া। এত গেল স্কুলএ পড়া কালীন আর বোর্ড এর পরীক্ষার সময় আর দেখতে হবে না।  কোন আম্তিয়ের ছেলে  বা মেয়ে বা কোন প্রতিবেশীর ছেলে  এবারে মাধ্যমিক বা উচ্ছ মাধ্যমিক দিচ্ছে  একেবারে খুঁজে খুঁজে বার করা। তার পর সে সাইন্স পড়বে  না কমার্স পড়বে  না আর্টস পড়বে , সে নিয়ে কি মাথা ব্যথা। সাইন্স না পড়লে কি আর জীবনে উন্নতি  হবে?  কমার্স বা আর্টস পড়ে হবে টা  কি?এসব মন্তব্য অনেক শুনেছি। সাইন্স পড়ে জয়েন্ট দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে নাহলে যে মা বাবার মান সম্মান রইলো না।  আরে বাবা জয়েন্ট না পেলে তো আবার জীবন বৃথা।  জেনারেল লাইনএ  পড়ে হবে টা  কি ?  দাঁড়াতে যে   অনেক সময় লাগবে।   আচ্ছা আমি কখন কি ভাবে  দাঁড়াব না  বসব তা তে আরেক জনের  কি এলো গেল বুঝি না ।  স্কুল পেড়িয়ে  কলেজ বা হায়ার এডুকেসনেও  চলে নানান মন্তব্য আর টিটকারী।  

এত গেল ছাত্র জীবন, এর পর  কর্ম জীবনেও শান্তি নেই। কার ছেলে মেয়ে কত আগে চাকরি পেল কত টাকার প্যাকেজ, উফ এই নিয়ে বাবা মাদের কি কম্পিটিসন।  সব  সময় ঠিক বয়সে সব ঠিক ঠিক হতে হবে।  তাই চাকরির পরেই  চলে এলো বিয়ের প্রস্তাব।  মেয়ে সাতাশ বছর বয়স হয়ে গেল, বিয়ে দেবেন না? নাকি নিজেই ঠিক করে রেখেছে? তা পাত্রটি কে ? কলেজের বন্ধু নাকি এক অফিসেই চাকরি করে ?  এটা হলো যে কোনো মাকে, যার মেয়ের বয়স সাতাশ বা আঠাশ হয়ে গাছে, যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কোনো  না  কোনো কাকিমা মাসীমা বা পিসিমা জিগ্গেস করবেই।  আচ্ছা কেউ তো বিয়ে নাই করতে পারে।  সেটা জানতে পারলে তো আর কৌতূহলের শেষ থাকবে না।  যতক্ষণ  না অন্যকে আড়ালে গিয়ে  ফিসফিস করে খবরটা দিতে পারছে ততক্ষণ কোনো খাবারি  হজম হবে না।  শুধু মেয়ে কেন ছেলের মায়েদেরও এই প্রশ্নের উত্তরের মুখোমুখি হতে হয় বই কি।  আচ্ছা এত কৌতূহলের কি আছে, কে কখন কা কে বিয়ে করলো কি না করলো সে তো নেমন্তন্ন  পেলেই জানা যাবে। নিজের ছেলে মেয়ের বিয়ের জন্য নিজের বাবা মার যতনা মাথা ব্যথা তার চেয়ে ঢের  বেশী  চিন্তা পাড়া  প্রতিবেশী ও আম্তীয় স্বজনের। 

আচ্ছা বিয়ে না হয় হলো কিন্তু বিয়ের পর দু তিন বছরের মধ্যে যদি আবার ছেলে পুলে না হয় তাহলে তো তাদের ঘুম চলে যাবার অবস্থা। নিজে থেকে ডেকে জিগ্গেস করবে, কি কোনো প্রবলেম  আছে নাকি?  আজকাল অনেক ট্রিটমেন্ট হয় ভালো ডাক্তার ও আছে অনকে। আচ্ছা আমরা নিজেদের সভ্য বলি কি করে? এ ধরনের ব্যক্তিগত  এবং সেন্সিটিভ ব্যপার গুলো নিয়ে মানুষ কি করে অন্যের সম্পর্কে এত কৌতূহলী হয়? আমার পরম বন্ধুকেও আমি কোনদিন এই ধরণের প্রশ্ন করব না যদি না সে নিজে থেকে তার সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করতে চায়। আমার মনে হয় এই ধরণের  প্রশ্ন  যারা করে তারা সামনের জনকে শুধু মাত্র দুঃখ - বেদনা  দিয়ে আনন্দ উপভোগ করতে চায়।

আবার কোনো মেয়ে যদি তার সন্তান জন্মানোর পর নিজের চাকরি বা কেরিযার ছেড়ে দিয়ে ঘর সংসার করে তাতেও সমস্যা। এত পড়াশুনো শিখে  কি লাভ হলো ? সারা জীবন কি রান্না বান্না আর ঘরের  কাজই  করবে? আরে বাবা যার জীবন তাকে  ভাবতে দাও না, সে কি করবে না করবে সেটা তার ব্যপার। যদি কেউ সেটা করেই আনন্দ পায়ে তা তে ক্ষতি কি?  আর ভবিষ্যতেই বা সে কি করবে সে তো সময় হলেই জানতে পারবে এত তাড়া  কিসের ?

তবে এখানেই শেষ নয়, অন্যের জীবনে প্রতি নিয়ত কি ঘটছে সেটা জানার ইছের কোনো শেষ নেই। অন্যের ব্যপারে নাক গলানো আর অতরিক্ত কৌতূহল মানুষের এমন একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে,মাঝে মাঝে সে ভুলে যায় যে তার এই  স্ব্ভাবের জন্য অন্য একজন বিরক্তও  হতে পারে আবার দুঃখও পেতে পারে । কেন জানিনা মাঝে মাঝে মনে হয় মানুষ ছাড়া অন্য জীব জন্তুরাও কি এত কৌতূহলী? নিশ্চই না , তাই তো আজ আমরা মানব সভ্যতাকে নিয়ে এত গর্বিত।